উৎযাপিত হলো লায়ন্স্ সেবা সপ্তাহ ২০১৪


প্রকাশিত: ১০:১৫ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৪

সফল ভাবে উৎযাপিত হলো লিও ও লায়ন্স্ ক্লাব-এর বিশ্ব লায়ন্স্ সেবা সপ্তাহ ২০১৪। গত ২৬শে সেপ্টেম্বর ২০১৪ সকাল ৮ টায় সংসদ ভবন, মানিক মিয়া এভিনিউ থেকে লায়ন্স্ ভবন, আগারগাঁও পর্যন্ত র‌্যালীর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এম.পি.।

পরবর্তীতে গত ২৯শে সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ৭ টায় ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এর ১নং গেটের সামনে কর্মজীবি পথশিশুদের মাঝে বই ও সন্ধ্যার নাস্তা বিতরণ করা হয়। কর্মজীবি শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে লিও ক্লাব অব ঢাকা কারওয়ান বাজার এবং লায়ন্স ক্লাব অব ঢাকা কারওয়ান বাজার - এর যৌথ প্রচেষ্টায় এ কর্মসূচী পালিত হয়।

ক্লাবটির সভাপতি জয়ন আরিফ বলেন-“শিক্ষার আলো যাতে সমাজের মুষ্টিমেয় লোকের হাতে না থেকে বাংলাদেশের প্রতিটি শিশুর মাঝে সমান ভাবে ছড়িয়ে পড়ে সে লক্ষ্যেই  আমাদের পথচলা। ক্লাবের সকল লিওবৃন্দের নিবেদিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা নিয়মিত দুঃস্থদের পাশে এসে দাঁড়াচ্ছি। সমাজের সর্বস্তরের মানুষকে যার যার অবস্থান থেকে দুঃস্থ শিশুদের পাশে  দাঁড়াবার আহবান জানাচ্ছি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিও ক্লাবের সভাপতি লিও জয়ন আরিফ, সেক্রেটারি লিও হিশাম আল ইসলাম, ট্রেজারার লিও তাসনুবা মেহেরুন ও প্রোগ্রাম চেয়ারম্যান লিও মোঃ ইব্রাহিম রহমান রাতুলসহ আরও অনেকে। অনুষ্ঠানে সহযোগিতা করে “অসহায়ের আর্তনাদ” নামে একটি সামাজিক সংগঠন।

আগামী ০১ অক্টোবর, ২০১৪ বিকাল ৪ টায় এল.জি.ই.ডি অডিটরিয়ামে বিশ্ব লায়ন্স্ সেবা সপ্তাহ ২০১৪-এর সমাপ্তি ঘোষণা করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।