মেঘনায় গ্রীনলাইনের ধাক্কায় বাল্কহেড ডুবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ১৮ মে ২০১৮
ফাইল ছবি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এমভি গ্রীনলাইন-৩ লঞ্চের ধাক্কায় একটি বালুবাহী নৌযান (বাল্কহেড) ডুবে গেছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ষাটনল ও মোহনরপুর এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

লঞ্চটি দুই শতাধিক যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। বর্তমানে লঞ্চটি ওই এলাকায় ভাসমান অবস্থায় রয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

চাঁদপুর নৌ-পুলিশের দায়িত্বরত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বলেন, দুর্ঘটনার পর গ্রীনলাইন-৩ ঘটনাস্থলেই আছে। আর ধাক্কা খেয়ে বাল্কহেটটি নদীতে ডুবে গেছে। তবে বাল্কহেডে থাকা তিনজন সাঁতরে পাড়ে উঠেছে।

এমভি গ্রীনলাইনের ম্যানেজার মো. শামছুল আরেফীন বলেন, সকাল ৮টায় দুই শতাধিক যাত্রী নিয়ে সদরঘাট থেকে ছেড়ে আসে গ্রীনলাইন-৩। পথে ষাটনল ও মোহনরপুর এলাকার মাঝামাঝি এসে দুই পাশে থাকা বেশ কয়েকটি বাল্কহেডকে উল্টাপাল্টা চালাতে দেখে মাইকিং করে সরে যেতে বলা হয়। তারপরও একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে গ্রীনলাইনের ইঞ্জিন বিকল হয়ে যায়।

গ্রীনলাইনের মাস্টার নাছির উদ্দিন বলেন, দুপুর ১২টায় সদরঘাট থেকে গ্রীনলাইন-১ দুর্ঘটনা কবলিত লঞ্চের যাত্রীদের উদ্ধার করে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।