আত্রাইয়ে নবজাতক উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০২:৫২ পিএম, ১৮ মে ২০১৮

নওগাঁর আত্রাইয়ে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। উদ্ধার নবজাতককে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। গত মঙ্গলবার উপজেলার তুলশিক্ষেত্র মাঠ থেকে ওই নবজাতককে উদ্ধার করেন জোসনা বেওয়া (৫২) নামে এক বিধবা।

জানা যায়, উপজেলার মহাদিঘী গ্রামের জোসনা বেওয়া রাজশাহীর মোহনপুর থেকে আত্রাইয়ে আসার পথে তুলশিক্ষেত্র মাঠে একটি নবজাতককে পড়ে থাকতে দেখে। শিশুটি কান্না করছিল। আশপাশে কেউ না থাকায় কাছে গিয়ে নবজাতকটি উঠিয়ে বাড়িতে নিয়ে আসেন।

এদিকে বিষয়টি জানাজানি হলে গন্ডগোহালি গ্রামের নিঃসন্তান রবিউল ইসলাম নবজাতক শিশুকে দত্তক নিতে চান এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবগত করেন। পরে চেয়ারম্যান বিষয়টি আত্রাই থানা পুলিশকে অবগত করেন। থানা পুলিশ নবজাতকটিকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, নবজাতকটির এখনও কোনো অভিভাবকের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় জানতে আমরা বিভিন্ন স্থানে ইতোমধ্যে খবর পাঠিয়েছি।

আব্বাস আলী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।