গাজীপুরে ভবনের ছাদ ধসে ১০ জন আহত


প্রকাশিত: ০৮:৩২ পিএম, ৩০ জুলাই ২০১৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আন্দারমানিক পুর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা ও ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আন্দারমানিক পুর্বপাড়া এলাকার এম এস কারখানার মসজিদের দ্বিতীয় তলার ছাদের নির্মাণ কাজ চলাকালীন বিকেলে হঠাৎ ওই ভবনের উত্তর অংশের ছাদ ধসে পরে। এ সময় ছাদের নিচে অন্তত ১০ নির্মাণ শ্রমিক আটকা পড়েন। পরে কারখানা ও আশেপাশের লোকজন আহত শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় সফিপুর জেনারেল হাসপাতাল ও মডার্ন হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে যোগ দেয়। এক পর্যায়ে নির্মাণাধীন ছাদের রড কেটে রাত ৯টার দিকে অহিদুল ইসলাম নামে এক নির্মাণ শ্রমিককে উদ্ধার করা হয়। অপর আহত শ্রমিকদের মধ্যে কামাল, জামাল, রাশেদুল, আলমগীর, জালাল, শাহাবুদ্দিন, নিমাই’র নাম জানা গেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, এমএস স্পিনিং একটি নির্মাণাধীন ভবনের ছাদ এক পাশ থেকে ধসে পড়ে। রাত ৯টার দিকে আটকেপড়া শ্রমিক অহিদুল ইসলামকে উদ্ধার করা হয়েছে। এর আগে স্থানীয়রা আরো ৫/৬ কে উদ্ধার করেছেন।

আমিনুল ইসলাম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।