মোটরসাইকেলের বিভিন্ন জায়গায় মিলল ২৩ স্বর্ণবার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:৪০ এএম, ১৭ মে ২০১৮

ভারতে পাচারের সময় বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে ২৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় পাচারকারীকে আটক করতে না পারলেও তার ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি। বুধবার বিকেলে পুটখালী গ্রামের ভান্ডারীর মোড় থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

খুলনা ২১ বিজিবির পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার ওমর ফারুক জানান, গোপন সংবাদে জানা যায় এক স্বর্ণ পাচারকারী বেনাপোল বাজার থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বার পুটখালী সীমান্তের ১৬৬ মেইন পিলারের পাশ দিয়ে ভারতে পাচার করবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে পুটখালী ক্যাম্পের টহল দলের বিজিবি সদস্যরা সীমান্তের ভান্ডারীর মোড় এলাকায় অভিযান চালালে একজন পাচারকারী বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি পালসার মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে সেটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে বিভিন্ন স্থানে কৌশলে লুকিয়ে রাখা ২৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য এক কোটি ১২ লাখ ৫৬ হাজার টাকা ও মোটরসাইকেলের মূল্য এক লাখ ৮০ হাজার টাকা বলে তিনি জানান।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম জানান, উদ্ধারকৃত স্বর্ণের বার ও মোটরসাইকেল বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে।

জামাল হোসেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।