ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ১১ কি. মি. যানজট
যানবাহনের চাপ ও মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ১১ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
টানা দুই দিনের যানজট মঙ্গলবার রাতে কিছুটা কমলেও বুধবার সকাল থেকে আবার বাড়তে থাকে।
স্থানীয় সূত্র জানায়, মহাসড়কে গজারিয়ার বাউশিয়া ও কুমিল্লার দাউদকান্দি পৃথক সড়ক দুর্ঘটনার কারণে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকে। এতে করে যানবাহনের চাপ বৃদ্ধি পেতে থাকে।
এদিকে ভবেরচর এলাকা থেকে ঢাকামুখী যানবাহন চলাচল ধীরগতি থাকলেও কুমিল্লাগামী সড়কটি প্রায় বন্ধ রয়েছে। যা অনেকটা হাইওয়ে পুলিশের নিয়ন্ত্রণের বাইরে।
সূত্র আরও জানান, মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারাগাঁ ও কুমিল্লার দাউদকান্দি অংশে যানবাহনের অধিক চাপ রয়েছে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, মহাসড়কে যানবাহনের কিছুটা চাপ রয়েছে। তবে যানজট নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা করছে হাইওয়ে পুলিশ।
ভবতোষ চৌধুরী নুপুর/আরএ/আরএআর/পিআর