লোকালয়ে অজগর, গিলে ফেলল ছাগল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০২:২৩ এএম, ১৬ মে ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন ছেড়ে লোকালয়ে এসে আস্ত ছাগল গিলে খেয়েছে একটি অজগর। ছাগলের মালিকসহ এলাকাবাসী অজগরটিকে মেরে ফেলার জন্য ধরে ফেলে।

এই খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে উৎসুক জনতার ভিড় জমে। লোকজন অজগরকে ঢিল ছুড়ে নানাভাবে বিরক্ত করতে থাকে। খবর পেয়ে বাংলাদেশ বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশন অজগরকে উদ্ধার করে নিয়ে যায়।

মঙ্গলবার (১৫ মে) দুপুরে উপজেলার লাউয়াছড়ার পার্শ্ববর্তী গ্র্যান্ড সুলতান রিসোর্ট সংলগ্ন লিচুবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, প্রাণীটিকে আঘাত করা হয়েছে। প্রায় দেড়শ মানুষ একত্র হয়ে অজগরকে মেরে ফেলার জন্য আটকে রাখে। বন বিভাগের সহায়তায় আমরা এটিকে উদ্ধার করে নিয়ে আসি। অজগরটি এখন সামান্য অসুস্থ। সুস্থ হওয়ার পর এটিকে আবার বনে ছেড়ে দেয়া হবে।

এ বিষয়ে বন্যপ্রাণী সেবক তানিয়া খান জাগো নিউজকে বলেন, আমরা বন নষ্ট করে প্রাণীদের জীবন হুমকিতে ফেলে দিচ্ছি। হয়তো এই কারণে খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে এসেছে।

রিপন দে/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।