ভোট নিয়ে বারবার ছিনিমিনি খেলছে বিএনপি : হানিফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০২:০৬ পিএম, ১৫ মে ২০১৮

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে। জনগণের ভোট নিয়ে বারবার ছিনিমিনি খেলেছে বিএনপি। দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে জনগণকে ভোট প্রদানে বাধা প্রদানের অভিযোগ বিএনপির বিরুদ্ধেই। যদি জনগণের ভোটাধিকার হরণের অভিযোগ কারো বিরুদ্ধে থাকে তবে তার দায় বিএনপিকেই নিতে হবে।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, এ পর্যন্ত খুলনায় উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। কোথাও কোনো দ্বন্দ্ব মারামারি হয়নি। এত সুষ্ঠু পরিবেশে ভোট হলেও বিএনপি শুরু থেকেই অভিযোগ করছেন, আশঙ্কার কথা বলছেন। এসব মিথ্যাচার করে তারা জনগণকে বিব্রত করছেন। আসলে তারা জানে বিএনপি প্রার্থীর পরাজয় নিশ্চিত। কারণ বিএনপির প্রার্থী খুলনায় কোনো উন্নয়ন কর্মকাণ্ড করেনি। পক্ষান্তরে আওয়ামী লীগের প্রার্থীর উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমান। খুলনাবাসী জানে এলাকার উন্নয়নের জন্য আওয়ামী লীগ প্রার্থী আব্দুল খালেকের বিকল্প নেই। তাই সবাই তাকে ভোট দেবেন।

এ সময় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হাজি রবিউল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আল-মামুন সাগর/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।