গৃহবধূকে বিবস্ত্রের ঘটনায় মিন্টু কারাগারে


প্রকাশিত: ১২:০৬ পিএম, ৩০ জুলাই ২০১৫

শেরপুরের শাপমারী গ্রামে পারিবারিক সালিস বৈঠকে এক গৃহবধূকে বিবস্ত্র করার ঘটনায় গ্রেফতারকৃত মিন্টু মিয়াকে (২০) কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শেরপুর সদর থানা পুলিশ তাকে বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করলে মূখ্য বিচারিক হাকিম সাইফুর রহমান তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মিন্টু মিয়া ওই সালিস বৈঠকে গৃহবধূকে বিবস্ত্র করার ঘটনায় শেরপুর সদর থানায় ধর্ষণ চেষ্টার অপরাধে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি। বুধবার দুপুরে র্যাব-১৪ জামালপুর কোম্পানির সিপিসি-১ (ক্রাইম প্রিভেনশন কোম্পানি) অভিযান চালিয়ে জামালপুর শহরের একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে তাকে গ্রেফতার করে শেরপুর সদর থানায় হস্তান্তর করে।

শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মাজহারুল করিম বলেন, শাপমারীর ঘটনায় দায়েরকৃত মামলায় র্যাবের হাতে গ্রেফতারকৃত এজাহারভুক্ত আসামি মিন্টু মিয়াকে বৃহস্পতিবার বিকেলে মূখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। ওই মামলার অন্যান্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই সদর উপজেলার শাপমারী গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসা ওই গৃহবধূকে ননদ-ভাবীর মাঝে ঝগড়ার জের ধরে ডাকা পারিবারিক সালিস বৈঠকে ভাবীর পক্ষের লোকজন বিবস্ত্র করে।

হাকিম বাবুল/এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।