ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ দুইজনের ফাঁসি


প্রকাশিত: ১১:৩৭ এএম, ৩০ জুলাই ২০১৫

ফরিদপুরের বোয়ালমারীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীসহ দুইজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত দুই এর বিচারক শেখ মো. নাজমুল আলম এই আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মোকদ্দেস মৃধা ও কবির মৃধা।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- জাকির মৃধা, সিরাজ মৃধা, আখির মৃধা, জালাল মৃধা।

আদালত সূত্র জানিয়েছে, ২০০৫ সালের ১৫ জুলাই জেলার বোয়ালমারী উপজেলার আরুয়াকান্দি গ্রামে যৌতুকের দাবিতে লিপি বেগমকে নির্যাতন করে হত্যা করে স্বামী মোকাদ্দেস মৃধা ও শ্বশুর বাড়ির লোকজন। ওইদিনই বোয়ালমারী থানায় লিপি বেগমের বাবা আকমল মৃধা বাদী হয়ে সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।

মামলার শুনানি ও যুক্তিতর্ক উপস্থান শেষে বৃহস্পতিবার এই রায় ঘোষণা করে আদালত। রায় ঘোষণার সময় কবির মৃধা ব্যতীত মামলার অন্য আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আরএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।