গাজীপুরে নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন


প্রকাশিত: ১০:৪৫ এএম, ৩০ জুলাই ২০১৫

`যৌন হয়রানি মানব না প্রতিবাদে প্রতিকারে সচ্ছার হবো` এ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা ব্র্যাকের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

গাজীপুর আঞ্চলিক অফিসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পার্শ্বে বেলা আড়াইটা থেকে পৌনে তিনটা পর্যন্ত সারাদেশের ন্যায় একযোগে এ কর্মসূচি পালন করা হয়।

ব্র্যাক জেলা প্রতিনিধি প্রণব কুমার রায়, আঞ্চলিক ব্যবস্থাপক রাজেশ কুমার সাহা, সিনিয়র সেক্টর স্পেশালিস্ট জিকিউএএল  কর্মসূচি মো. খালেকুজ্জামান, সিনিয়র জেলা ব্যবস্থাপক সি ই পি মো. নজরুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক আসাদুজ্জামান এবং তানিয়া আফরোজ, এইচ আর অফিসার, মানব সম্পদ বিভাগসহ ব্র্যাক-এর সকল কর্মীবৃন্দ মানববন্ধনে অংশ নেন।
                    
আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।