ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি : স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ১১ মে ২০১৮

রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের ছবি বিকৃতি করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ শিকদারকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা (খাড়াপাড়া) থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আজগানা ইউনিয়নের তেলিনা গ্রামের মো. সাগর আলীর ছেলে।

পুলিশ জানায়, সম্প্রতি মাসুদ শিকদার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের ছবি বিকৃতি করে তার ফেসবুকে পোস্ট করে এবং তা তেলিনা গ্রামের মালেক আকন্দসহ অনেক ফেসবুক আইডিতে ট্যাগ করে। মালেক আকন্দ এ ব্যাপারে মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ছবি বিকৃতিকারী মাসুদ শিকদারকে পুলিশ গ্রেফতার করে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে মাসুদ শিকদারকে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে। ছবি বিকৃতি করে ফেসবুকে পোস্ট করার কথা সে স্বীকার করেছে। পুলিশ হেডকোয়াটার্সের অনুমোদন সাপেক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।

এস এম এরশাদ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।