৪ কেজি স্বর্ণ ফেলে পালালো পাচারকারী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১২:২৬ পিএম, ১১ মে ২০১৮

যশোরের বেনাপোল বাজার থেকে প্রায় চার কেজি ওজনের ৩৪টি স্বর্ণের বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় বেনাপোল কাঁচাবাজার এলাকা থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় স্বর্ণ পাচারকারীরা বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার করবে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্য ল্যান্স নায়েক আব্দুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বেনাপোল কাঁচাবাজার এলাকায় অভিযান চালায়।

এ সময় এক লোককে ধাওয়া করলে সে একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে প্যাকেটটি তল্লাশি করে ৩৪টি স্বর্ণের বার (তিন কেজি ৯৬০ গ্রাম) পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৭০ লাখ ২৮ হাজার টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

জামাল হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।