বেনাপোলে ব্রিজের নিচে পাওয়া গেল পৌনে ৩ কেজি স্বর্ণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল
প্রকাশিত: ১১:৩৬ পিএম, ১০ মে ২০১৮

যশোরের বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্ত থেকে ভারতে পাচারের জন্য রাখা ২৪টি স্বর্ণের বার (দুই কেজি ৭৪০ গ্রাম) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে ৩নং ঘিবা এলাকার জোড়া ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘিবা বিজিবি ক্যাম্পের হাবিলদার আব্দুল মালেকের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে মেইন পিলার ২৩ হতে আনুমানিক এক হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে জোড়া ব্রিজর নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের কাগজে মোড়ানো দুটি প্যাকেট তল্লাশি করে ২৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ১৭ লাখ টাকার বেশি। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

মো. জামাল হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।