আবারও বেনাপোলে ডলারসহ পাচারকারী গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ১০ মে ২০১৮

যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে আবারও ৪০ হাজার মার্কিন ডলারসহ এনামুল হক (৩০) নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

উদ্ধারকৃত ডলারের মূল্য প্রায় সাড়ে ৩৩ লাখ টাকা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশালগামী এমএম পরিবহনের এক যাত্রীর কাছ থেকে এসব ডলার উদ্ধার করে বিজিবি। গ্রেফতার এনামুল হক নড়াইল জেলার কালিয়া থানার খাসিয়াল গ্রামের মৃত শেখ আবু বক্কারের ছেলে।

যশোর ৪৯-বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, এনামুল নামের এক যাত্রী বরিশালগামী একটি পরিবহনে করে ডলার পাচার করছে।

বিজিবি পোস্টে আসলে তাকে গাড়ি থেকে নামিয়ে আনা হয়। পরে তাকে তল্লাশি করে ৪০ হাজার মার্কিন ডলার পাওয়া যায়। পরে এনামুলের নামে বৈদেশিক মুদ্রা পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে গত ৭ মে বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ ১৬ হাজার ৯০০ মার্কিন ডলারসহ বিল্লাল হোসেন (২৬) নামে এক পাচারকারীকে আটক করেছিল বিজিবি সদস্যরা।

মো. জামাল হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।