লালপুরে ১৪৯ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল প্রদান
লালপুরে ১৪৯ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল দেয়া হয়েছে। লালপুর থানা চত্বরের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও সাইকেল প্রদান করেন সংসদ সদস্য অ্যাড. আবুল কালাম আজাদ।
এর আগে, লালপুর-বাগাতিপাড়ার সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাতীয় সংসদে বেতন স্কেলসহ গ্রাম পুলিশের নানামুখি সমস্যার বিষয়ে প্রস্তাবনা উপস্থাপনের পর ব্যক্তিগতভাবে গ্রাম পুলিশের যোগাযোগ সহজ ও তরান্বিত করার জন্য প্রকল্প হাতে নেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সি মোহাম্মদ শাহাবুদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার সালাউদ্দিন, লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই, বাগাতিপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বাগাতিপাড়ার আ. লীগ সভাপতি অধ্যাপক আবুল হোসেন, লালপুর উপজেলা আ. লীগ সভাপতি আলতাফ হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহক আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার পারুল, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, আ. লীগ মহিলা সম্পাদিকা আছিয়া জয়নুব বেনু ও আ. লীগ নেতা সেকেন্দার আলী।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে গ্রাম পুলিশ নাইস রহমান ও আব্দুস সালাম বক্তব্য দেন। পরে লালপুর ও বাগাতিপাড়া উপজেলার ১৪৯ জন গ্রাম পুলিশের মধ্যে প্রায় ১১ লাখ টাকা মূল্যের ১৪৯ টি বাইসাইকেল বিতরণ করা হয়।
উল্লেখ্য, ব্যতিক্রমী এই সাইকেল প্রদান অনুষ্ঠানের খবরে বিভিন্ন এলাকার উৎসুক জনতার ভিড় জমে অনুষ্ঠানস্থলে।
আলাউদ্দিন আহমেদ/এসএস/এমআরআই