চতুর্থ দিনের মত নাটোরে বাস চলাচল বন্ধ


প্রকাশিত: ০৬:৫৬ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৪

আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির বিরোধের জেরে মঙ্গলবার নাটোরের সঙ্গে দক্ষিণবঙ্গের বাস চলাচল চতুর্থ দিনের মত বন্ধ রয়েছে।

নাটোর বাস-মিনিবাস মালিক সমিতির পক্ষ থেকে শনিবার সমিতির সাধারণ সম্পাদক বাসিরুর রহমান খান ঘোষণা দিয়ে বাস চলাচল বন্ধ রাখে।

বাসিরুর রহমান খান জানান, গত ১৭ দিন ধরে নাটোর মালিক সমিতির বরিশাল রুটের তুহিন পরিবহনের গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে বরিশাল মালিক সমিতি। বরিশাল মালিক সমিতির সঙ্গে আলোচনা করেও কোনো সুরাহা হয়নি।

এ অবস্থায় শুক্রবার নিজ উদ্যোগে নাটোর থেকে বরিশালগামী আকিব পরিবহন ও ফরিদপুরগামী তুহিন পরিবহনের গাড়ি ছাড়া হয়। কিন্তু বরিশাল ও ফরিদপুর থেকে গাড়ি দুটি খালি ফিরিয়ে দেওয়া হয়।

এরই জের ধরে শনিবার থেকে নাটোরের সঙ্গে দক্ষিণবঙ্গের সড়ক পথের সরাসরি বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এদিকে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন এই রুটে চলাচলকারী যাত্রীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।