ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০১:২৩ পিএম, ০৯ মে ২০১৮

 

বেনাপোল পোর্ট থানার দুইশ নয় বোতল ভারতীয় ফেনসিডিলসহ মনিরুল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। বুধবার সকাল ৬টার দিকে পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মাঠ থেকে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটক মনিরুল যশোর কোতয়ালি থানার চুড়িপট্রি এলাকার আব্দুল গাজীর ছেলে।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৬টার সময় অভিযান চালিয়ে বেনাপোলের ছোট আঁচড়া মাঠের মধ্য হতে ২০৯ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মনিরুলকে আটক করা হয়।

আটক মাদকদ্রব্যসহ আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি ।

মো.জামাল হোসেন/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।