দেড় কেজি স্বর্ণের বার রেখে পালালো চোরাকারবারী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১১:৪৫ এএম, ০৯ মে ২০১৮

বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্ত থেকে ১২টি স্বর্ণের বার (এক কেজি ৪০০ গ্রাম) জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বুধবার সকালে বেনাপোলের পুটখালি সীমান্তের খলসি ইটভাটা এলাকা থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল তারিকুল হাকিম জানান, একটি স্বর্ণের চালান ভারতে পাচার করা হবে এমন সংবাদের ভিত্তিতে সকালে বেনাপোলের পুটখালি সীমান্তে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় পাচারকারী। পরে ব্যাগের ভেতরে ১২টি স্বর্ণের বার পাওয়া যায়।

জব্দকৃত স্বর্ণের মূল্য ৫৮ লাখ ৮০ হাজার টাকা। স্বর্ণের বারগুলো বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানান এই কর্মকর্তা।

মো. জামাল হোসেন/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।