পাংশায় অস্ত্র ও গুলিসহ বোমা জব্বার গ্রেফতার


প্রকাশিত: ০৭:৫০ এএম, ৩০ জুলাই ২০১৫

জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন থেকে একটি ওয়ান শুটার গান ও তিন রাউন্ড গুলিসহ জব্বার আলী মণ্ডল (২৫) ওরফে বোমা জব্বার নামে এক যুবককে গ্রেফতার করেছে রাজবাড়ী ডিবি পুলিশ।

বুধবার গভীর রাতে জেলার পাট্টা ইউনিয়নের বশির মেম্বরের দোকানের সামনে থেকে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জব্বার কালুখালী উপজেলার বিলমণ্ডপ গ্রামের মৃত সমশের আলীর ছেলে।

রাজবাড়ী ডিবি পুলিশের উপপরিদর্শক (এস আই) নিজামউদ্দিন জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই কামাল হোসেন ভূইয়া ও উপসহকারী (এএসআই) হাসানুজ্জামান ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ডাকাতির প্রস্তুতিকালে বোমা জব্বারকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়। তিনি একাধিক সড়ক ডাকাতি মামলার আসামি বলে পুলিশের অভিযোগ।

রুবেলুর রহমান/এমজেড

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।