লক্ষ্মীপুরে চোর সিন্ডিকেটের ৬ সদস্য আটক
লক্ষ্মীপুরে আন্তঃজেলা চোর সিন্ডিকেটের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় মোবাইল কোম্পানির টাওয়ার থেকে চোরাইকৃত বিপুল পরিমাণ মালামালসহ পিকআপ ভ্যান জব্দ করা হয়। মঙ্গলবার ভোরে সদরের দাসেরহাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ইয়ারপুর গ্রামের মো. দিদার, সুধারাম থানার কাজীরটেক এলাকার মো. রিপন, কুমিল্লার লাকসামের নাউটি গ্রামের মো. সোহাগ, দেবিদ্বারের ফতোয়াবাদ গ্রামের শরীফুল আলম, চট্টগ্রামের পটিয়ার গোবিন্দেরখিল গ্রামের নিজাম উদ্দিন ও ফিরোজপুরের ভান্ডারিয়ার মো. জামান।
লক্ষ্মীপুর পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন জানান, মালামাল ভর্তি একটি পিকআপ ভ্যান দাসেরহাট সড়ক দিয়ে যাচ্ছিল। পুলিশ ওই পিকআপভ্যান তল্লাশি চালায়। এ সময় গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তারা মোবাইল ফোনের টাওয়ারের মালামাল চুরি করার ঘটনা স্বীকার করেন। আটকের সময় তাদের কাছ থেকে সদর থানা এলাকার গ্রামীণ ফোনের বিভিন্ন টাওয়ার থেকে চোরাই করা ৩৪টি ব্যাটারি, চোরাই কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জমাদি জব্দ করা হয়।
কাজল কায়েস/আরএ/এমএস