বেনাপোলে এক লাখ ১১ হাজার মার্কিন ডলার উদ্ধার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১০:১৮ এএম, ০৭ মে ২০১৮

ভারত থেকে পাচারের সময় এক লাখ ১১ হাজার ৯০০ মার্কিন ডলার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যা বাংলাদেশি টাকায় ৯৩ লাখ ৯৯ হাজার ৬শ টাকা।

রোববার রাত ৮টার দিকে বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্তের পোতাপোস্ট নামক স্থান থেকে এসব ডলার উদ্ধার করে বিজিবি। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।

যশোর-৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সূত্রে জানা যায় ভারত থেকে পাচারকারীরা বিপুল পরিমাণ মার্কিন ডলার নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সদস্যরা সাদিপুর সীমান্তের পোতাপোস্ট এলাকায় অবস্থান নেয়। এ সময় দুই পাচারকারী বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের হাতে থাকা ব্যাগ ফেলে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়।

পরে ব্যাগ ক্যাম্পে এনে তল্লাশি করে নগদ এক লাখ ১১ হাজার ৯০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়।

উল্লেখ্য, এর আগে একই দিন বিকেলে বেনাপোল কাঁচাবাজার এলাকা থেকে বিল্লাল হোসেন নামে এক পাচারকারীকে পাঁচ হাজার মার্কিন ডলারসহ আটক করে বিজিবি সদস্যরা।

জামাল হোসেন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।