সড়ক থেকে ছিটকে দোকানের উপর বাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ০৬ মে ২০১৮

দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের বড়ইল বটতলী এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ওপর উঠে দীন মোহাম্মদ (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। রোববার সকাল পৌনে ৯টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

আহতরা মধ্যে তিন জনের নাম জানা গেছে। তারা হলেন- জিত (১৫), নুরুজ্জামান (১৬) ও রুবেল (৩০)। তাদেরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় দোকানদার আশরাফুল ইসলাম জানান, ঠাকুরগাঁও থেকে দিনাজপুরগামী হক এন্টার প্রাইজ নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে থাকা রিকশা ও চায়ের স্টোলে উঠে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রিকশা চালক দীন মোহাম্মদ (৫৫) মারা যান। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতের মধ্যে জিতের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় দিনাজপুর-রংপুর, দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়ক দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

দিনাজপুর কতোয়ালি থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।