বরিশালে পাসের হার কমেছে, জিপিএ-৫ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০২:০৩ পিএম, ০৬ মে ২০১৮

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৭.১১ শতাংশ। গত বছরের চেয়ে বরিশাল বোর্ডে এবার পাসের হার কমেছে ০.১৩ শতাংশ। গত বছর এ পাসের হার ছিল ৭৭.২৪ শতাংশ।

তবে গত বছরের চেয়ে এ বছর জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেড়েছে। এবার জিপিএ-৫ পেয়ে পাস করেছে ৩ হাজার ৪৬২ জন পরীক্ষার্থী। গত বছরের চেয়ে জিপিএ-৫ বেড়েছে এক হাজার ১৭৪ জনের।

রোববার বেলা ১১টার দিকে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম এ ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে দেখা যায়, এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ড থেকে অংশ নেয় এক লাখ ৩ হাজার ৯১১ জন শিক্ষার্থী। এরমধ্যে ছাত্র ৫১ হাজার ৯১২ জন এবং ছাত্রী ৫১ হাজার ২১২ জন। পাস করেছে ৭৯ হাজার ৫২০ জন, যার মধ্যে ছাত্র ৩৯ হাজার ৫১ জন এবং ছাত্রী ৪০ হাজার ৪৬৯ জন।

সাইফ আমীন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।