স্পিড ব্রেকারের দাবিতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ১০:২৪ এএম, ০৬ মে ২০১৮

ঝিনাইদহ সদর উপজেলার কুষ্টিয়া-খুলনা মহাসড়কের লাউদিয়া নামক স্থানে পরপর ৩ দিন একই স্থানে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ওই স্থানে স্পিড ব্রেকারের দাবি তুলে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

শনিবার লাউদিয়া হাইস্কুলের সামনে তারা এ বিক্ষোভ ও রাস্তা অবরোধ করেন। পরে ঝিনাইদহ সদর থানার ওসি মো. ইমদাদুল হক শেখের প্রতিশ্রুতিতে এলাকাবাসী বিক্ষোভ প্রত্যাহার করেন।

প্রসঙ্গত, গত ০৩ মে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় এক শিশুসহ ছয় জন, আহত হয় দুই জন। গত ০৪ মে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয় দুই জন এবং একই স্থানে শনিবার বিকেলে ঢাকা থেকে দর্শনাগামী রয়েল পরিবহনের সঙ্গে ট্রলির সংঘর্ষে পাঁচজন আহত হন।

আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।