মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন স্কুলশিক্ষক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৯:৫২ এএম, ০৬ মে ২০১৮

বরিশালের মুলাদী উপজেলার এক স্কুল শিক্ষককে অভিনব কৌশলে অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। মুক্তিপণের টাকা দিয়ে শনিবার বাড়িতে ফিরেছেন শিক্ষক সেলিম আহমেদ।

সেলিম আহমেদ মুলাদী উপজেলার বিডিসিএইচ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত রয়েছেন। তার বাড়ি উপজেলার নাজিরপুর এলাকায়।

স্কুলশিক্ষক সেলিম আহমেদ জানান, বৃহস্পতিবার তিনি স্কুল ছুটির পর বরিশাল সদরে যান। সেখানে নথুল্লাবাদ থেকে মাহেন্দ্রযোগে বিবিরপুকুর পাড় নামার সঙ্গে সঙ্গে দুইজন অপরিচিত লোক তার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেয় এবং কোনো প্রকার চিৎকার দিলে মেরে ফেলার হুমকি দেয়। পরে অপরিচিতদের কথামতো সে চলতে থাকে। লোক দু’জন তাকে বরিশাল লঞ্চঘাটে নিয়ে একটি লঞ্চের মাস্টার কেবিনে ওঠায়। শুক্রবার সকালে তাকে ঢাকার সদরঘাটে লঞ্চ থেকে ট্রলার যোগে কেরানিগঞ্জের একটি বাসায় উঠিয়ে তার মোবাইল ফোন থেকে স্বজনের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। স্বজনরা বিভিন্ন ভাবে ৫৫ হাজার টাকা জোগাড় করে বিকাশের মাধ্যমে অপহরণকারীদের পাঠায়।

সেলিম আহমেদ জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে অপহরণকারীরা তাকে ছেড়ে দিলে তিনি লঞ্চযোগে শনিবার সকালে বাড়ি পৌঁছান।

অপরদিকে অপহরণকারীদের ফোন পেয়ে সেলিম আহমের স্ত্রী নাজমুন নাহার রীনা শুক্রবার বিকেলে মুলাদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরির সূত্রধরে পুলিশ র্যাব-পুলিশের সহযোগিতায় সেলিম আহমেদের মোবাইল ফোনের অবস্থান নিশ্চিত করেন। কিন্তু সকালে সেলিম আহমেদ বাড়ি ফেরায় পুলিশ ও জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে।

মুলাদী থানার ওসি জিয়াউল আহসান জানান, পুরো বিষয়টি রহস্যজনক। স্কুলশিক্ষক সেলিম আহমেদ বাড়ি ফিরলেও অপহরণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সাইফ আমীন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।