চট্টগ্রামে খুনের দায়ে ৬ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ০৩ মে ২০১৮

১৪ বছর আগে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ব্যবসায়ীকে খুনের ঘটনায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূরে আলম এই রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- বাচ্চু মিয়া, রহিম উল্লাহ, ইসমাইল হোসেন, আরিফ হোসেন সবুজ, মনিরুল ইসলাম ও আবু তৈয়ব। এদের মধ্যে বাচ্চু মিয়া, রহিম উল্লাহ, ইসমাইল হোসেন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অজয় বোস রিংকু বলেন, ২০০৪ সালের ২০ জুলাই রাতে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় ভিডিও ক্যাসেটের দোকানি বাচা মিয়াকে ছুরি মেরে হত্যা করে। পরে পুলিশের তদন্তে ওঠে আসে, বিনা পয়সায় দোকান থেকে ভিডিও ক্যাসেট নেয়ায় আপত্তি তোলায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এজন্য বিচারক ৬ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

এমআরএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।