বরিশালের কীর্তনখোলা নদীতে ট্রলার ডুবি
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রচণ্ড ঢেউয়ের তোরে বরিশালের চরবাড়িয়া ইউনিয়নের নতুন চর সংলগ্ন কীর্তনখোলা নদীতে মালবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান প্রত্যক্ষদর্শীরা। বুধবার দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চরবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল ইসলাম সাবু প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জাগো নিউজকে জানান, ইউনিয়নের নতুন চর সংলগ্ন কীর্তনখোলা নদীতে মালবাহী একটি ট্রলার দমকা হাওয়ার কবলে পড়ে ডুবে যায়। ট্রলারটি মাল নিয়ে বরিশাল নগরী থেকে চরমোনাইয়ের দিকে যাচ্ছিল। ট্রলারে থাকা ৪ আরোহী সাঁতরে তীরে উঠেতে সক্ষম হন। পরে অপর একটি ট্রলারে উঠে তারা চরমোনাই এলাকার দিকে চলে যান। ট্রলারটি এখনো নিমজ্জিত রয়েছে।
তাৎক্ষণিকভাবে ট্রলারের চালক ও আরোহীদের নাম ঠিকানা কেউ জানাতে পারেননি। খবর পেয়ে ফয়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে।
সাইফ আমীন/এমজেড/পিআর