উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ০৩ মে ২০১৮

কক্সবাজারের উখিয়ার বালুখালী পানবাজার এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের মেজর মো. রুহুল আমিনের নেতৃত্বে একটি আভিযানিক দল বুধবার রাতে এ অভিযান চালায়।

অভিযানে বালুখালী ক্যাম্প-১, ব্লক-বি-৫২'র মো. সৈয়দ হোসেনের ছেলে মো. সোহেল (২৫), থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প ব্লক-এ-৭ এর মৃত আবদু সালামের ছেলে মো. জিয়াউল হক (২২) ও থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ডি'র মৃত জালাল আহম্মেদের ছেলে মো. ইরফানকে (২০) আটক করা হয়।

আটকদের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় উল্লেখ করে মেজর রুহুল আমিন বলেন, তাদের বিরুদ্ধে মামলা রুজু করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।