কীর্তনখোলা নদীতে ট্রলার ডুবি


প্রকাশিত: ০১:০৫ পিএম, ২৯ জুলাই ২০১৫

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে বরিশালের চরবাড়িয়া ইউনিয়নের নতুন চর সংলগ্ন কীর্তনখোলা নদীতে মালবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান প্রতক্ষদর্শীরা।

বুধবার দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চরবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল ইসলাম সাবু প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ইউনিয়নের নতুন চর সংলগ্ন কীর্তনখোলা নদীতে মালবাহী একটি ট্রলার দমকা হাওয়ার কবলে পড়ে ডুবে যায়।  ট্রলারটি মাল নিয়ে বরিশাল নগরী থেকে চরমোনাইয়ের দিকে যাচ্ছিল।  ট্রলারে থাকা ৪ আরোহী সাতরে তীরে উঠতে সক্ষম হয়।  পরে অপর একটি ট্রলারে ওঠে তারা চরমোনাই এলাকার দিকে চলে যায়।  ট্রলারটি এখনও নিমজ্জিত রয়েছে।  তাৎক্ষণিকভাবে ট্রলারের চালক ও আরোহীদের নাম ঠিকানা কেউ জানতে পারেনি।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে।

সাইফ আমীন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।