পাঠ্যবই কালোবাজারে বিক্রির সময় প্রধান শিক্ষক আটক


প্রকাশিত: ১২:৫৪ পিএম, ২৯ জুলাই ২০১৫
ফাইল ছবি

জামালপুরের ইসলামপুর উপজেলায় পাঠ্যবই কালোবাজারে বিক্রির সময় স্কুলের প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জহির উদ্দিন নামে হাড়িয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের ওই প্রধান শিক্ষককে স্কুল প্রাঙ্গণ থেকে আটক করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ইসলামপুর থানা পুলিশ পার্থশী ইউনিয়নের হাড়িয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ে অভিযান চালায়। এসময় ওই স্কুলের প্রধান শিক্ষক জহির উদ্দিন ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিশ বস্তা পাঠ্যবই ভ্যানে উঠিয়ে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে।

পরে ওইদিন রাতেই পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম বাদী হয়ে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-২৫। আটক হওয়া প্রধান শিক্ষক জহির উদ্দিন পার্থশী ইউনিয়নের বড় দেলিরপাড় এলাকার আব্দুল জলিল খানের ছেলে।

ইসলামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীন ই আলম ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, আটক ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শুভ্র মেহেদী/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।