নাশকতার মামলায় জয়পুরহাটে ইউপি চেয়ারম্যান কারাগারে


প্রকাশিত: ১২:২০ পিএম, ২৯ জুলাই ২০১৫

নাশকতার মামলায় জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানীকে (৪৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার দুপুরে জয়পুরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. তাজুল ইসলাম মিয়া এ আদেশ প্রদান দেন।

গোলাম রব্বানী আমদই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সদর থানা জামায়াতের সাবেক আমীর। তিনি বাকিলা গ্রামের মৃত বশির উদ্দীনের ছেল।  
 
আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ১০ এপ্রিল বিকেল ৪টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান সঙ্গিয় ফোর্স নিয়ে জামায়াত নেতা শাহ আলমকে গ্রেফতার করে মোটরসাইকেল যোগে জয়পুহাটে আসছিলেন।

পথিমধ্যে মাধাই নগর বাজারে আমদই ইউনিয়নের একদল জামায়াত নেতাকর্মী ওসি মাহফুজুর রহমানসহ ১০ পুলিশ কর্মকর্তাকে বেদম মারপিট করে ওই নেতাকে ছিনিয়ে নেয়। পরে আহত অবস্থায় পুলিশ কর্মকর্তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ওসি মাহফুজুর রহমান বাদী হয়ে ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানীসহ ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫০-২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

রাশেদুজ্জামান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।