স্ত্রীর জন্য পুলিশ কর্মকর্তাকে অপেক্ষা করতে দিলো না ট্রাক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ৩০ এপ্রিল ২০১৮

যশোর-বেনাপোল সড়কের নবীবনগরে সোমবার বিকেলে ট্রাকের ধাক্কায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আহসানউল্লাহ (৩৬) নিহত হয়েছেন। তিনি যশোরের কেশবপুর উপজেলার চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসআই আহসানউল্লাহ ঝিকরগাছা উপজেলার নবীবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিজ মোটরসাইকেলসহ অপেক্ষা করছিলেন।

এসময় পেছন থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে তিনি পড়ে যান। পরে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল নিয়ে আসা হয়।

হাসপাতালে আনার তার মৃত্যু হয় বলে জানিয়েছেন যশোর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার কল্লোল কুমার সাহা।

পুলিশ জানায়, আহসানউল্লাহর স্ত্রী মাহাবুবা আক্তার নবীবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। স্কুল ছুটি শেষে তাকে নেয়ার জন্য তিনি সেখানে অপেক্ষা করছিলেন। তাদের সাড়ে তিন বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে।

আহসান উল্লাহর গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলা সদরের চর আব্দুল্লাহপুর এলাকায়। তবে নাভারণে বাড়ি বানিয়ে পরিবার নিয়ে দীর্ঘদিন সেখানেই বসবাস করতেন।

মিলন রহমান/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।