চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন


প্রকাশিত: ০২:৫৭ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৪

চট্টগ্রাম ইপিজেড এলাকার একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বন্দর নিটিং নামের পোশাক কারখানায় আগুন লাগে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বন্দর নিটিং পোশাক কারখানায় আগুন লাগার খবর পেয়ে ইপিজেড ও আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশন থেকে ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সকাল পৌনে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তাৎক্ষণিকভাবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি সম্পর্কেও বিস্তারিত কিছু জানা যায়নি।
 
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, কারখানাটির ছয়তলা ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনের সূত্রপাতের সঙ্গে সঙ্গেই অন্তত দুইশ’ শ্রমিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এখন গার্মেন্টস ভবনের ভেতরে কোনো শ্রমিক নেই বলে ধারণা করছেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।