ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০১:৫১ পিএম, ৩০ এপ্রিল ২০১৮

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে হত্যা মামলায় আজিম উদ্দিন নামের একজনকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

এ মামলায় আরও ৬ জন নির্দোষ প্রমাণ হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় জেলা অতিরিক্ত দায়রা জজ হায়দার আলী এ রায় দেন।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলায় ২০১৫ সালের ৫ জুন আব্দুল মালেককে কুপিয়ে আহত করেন প্রতিবেশী আজিম উদ্দিন। পরে ১০ জুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক মারা যান। এতে আব্দুল মালেকের ভাই আব্দুল খালেক পীরগঞ্জ থানায় আজিম উদ্দিনসহ ৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

রবিউল এহসান রিপন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।