তেঁতুলিয়ায় মাটিচাপা পড়ে পাথর শ্রমিক নিহত


প্রকাশিত: ১০:৩২ এএম, ২৯ জুলাই ২০১৫

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাটিচাপা পড়ে ফারুক ইসলাম (৩০) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়। বুধবার দুপুরে উপজেলার দেবনগর ইউনিয়নের ময়নাগুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক ওই এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ফারুক অন্য পাথর শ্রমিকদের সঙ্গে তেঁতুলিয়া উপজেলার ময়নাগুড়ি সীমান্ত সংলগ্ন করতোয়া নদীর গভীরে গর্ত করে পাথর উত্তোলন করছিল। পাথর উত্তোলনের এক পর্যায়ে ফারুক ডুব দিয়ে পানির গভীর থেকে উপরে উঠে আসতে দেরি করে।

এ সময় সহকর্মী শ্রমিকদের সন্দেহ হলে তারা ফারুককে খুঁজতে শুরু করেন। পরে পানির নিচে মাটিচাপা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পরপরই ঘটনাস্থলেই মারা যায় ফারুক।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সফিকুল আলম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।