বাড়ি যাওয়া হলো না মনজুরুলের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:১২ পিএম, ২৯ এপ্রিল ২০১৮

‘আমার ভাইয়ের ছেলে মঞ্জু। শিপ ব্রেকিং ইয়ার্ডে কাটারম্যান হিসেবে কর্মরত ছিল। আজ বাড়ি যাওয়ার জন্য বাসের টিকিট কাটতে কদমরসুল এসেছিল। কিন্তু সড়কেই প্রাণ গেল তার।’ কথাগুলো সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত মনজুরুলের চাচা কামরুল হাসানের।

রোববার (২৯ এপ্রিল) দুপরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান স্থানীয় একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে কাটারম্যান হিসেবে কর্মরত মনজুরুল হক (৪০)।

নিহত মনজুরুল ময়মনসিংহের নান্দাইল থানার মেরাকুনা গ্রামের মৃত আবদুর রহমান সরকারের ছেলে।

বারো আউলিয়া হাইওয়ে থানার এসআই শামুলল হক জানান, বাড়ি যাওয়ার জন্য বাসের টিকিট কাটার জন্য মনজুরুল হক রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যান তিনি। একই সময়ে অপর একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মনজুরুলের।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।