পালাল দুই আসামি, পুলিশ বললো কি করার আছে!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ২৮ এপ্রিল ২০১৮

সিরাজগঞ্জে শাহজাদপুর থানা পুলিশের চোখ ফাঁকি দিয়ে হ্যান্ডকাপসহ মাদক মামলার দুই আসামি পালিয়েছেন। শনিবার সন্ধ্যায় শাহজাদপুর আমলী আদালত থেকে আটোরিকশাযোগে সিরাজগঞ্জ জেলা কারাগারে নেয়ার পথে পৌর এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে দুই আসামি পালিয়ে যান।

পলাতক আসামিরা হলেন- শাহজাদপুর পৌর এলাকার দারিয়াপুর মহল্লার মৃত দুলালের ছেলে চান্নু শেখ (২৫) এবং কান্দাপাড়া গ্রামের শহীদ আলী প্রামাণিকের ছেলে আতাউর রমহান ওরফে আতা শেখ (৩৪)।

সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ হ্যান্ডকাপসহ মাদক মামলার দুই আসামি পালানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিরাজগঞ্জ জেলা কারাগারে নেয়ার পথে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দুই আসামি পালিয়ে যায়। ঘটনার পর থেকে তাদের খুঁজছে পুলিশ।

শাহজাদপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম রাকিব বলেন, মাদক ও চুরিসহ নিয়মিত মামলার চার আসামিকে শাহজাদপুর আদালতে নেয়া হয়। সেখান থেকে কারাগারে নেয়ার পথে দুইজন পালিয়ে যায়। এখানে আমাদের কি করার আছে। তবে, শোনা যাচ্ছে একজন নাকি এরই মধ্যে আদালতে আত্মসমর্পণ করেছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।