রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেফতার ৪৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২৮ এপ্রিল ২০১৮
প্রতীকী ছবি

রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে ১৫৩ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের পৃথক মামলায় আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ২৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি। অন্যান্য মামলায় ১৪ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া মাদকসহ গ্রেফতার করা হয় আরও আট জনকে। অভিযানে বোয়ালিয়া মডেল থানা ১০ জন, রাজপাড়া থানা ৪ জন, চন্দ্রিমা থানা ৪ জন, মতিহার থানা ৫ জন, বেলপুকুর থানা ২ জন, শাহমখদুম থানা একজন, পবা থানা একজন, কাশিয়াডাঙ্গা থানা ৬ জন, কর্ণহার থানা ২ জন, দামকুড়া থানা ৬ জন এবং ৪ জনকে গ্রেফতার করে নগর ডিবি পুলিশ।

রাজশাহী নগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে এ নিয়ে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফেরদৌস সিদ্দিকী/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।