গাজীপুরে চার প্রার্থীকে জরিমানা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৩ এএম, ২৮ এপ্রিল ২০১৮

আচরণবিধি লঙ্ঘনের দায়ে শুক্রবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের চার কাউন্সিলর প্রার্থীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সহকারী রিটার্নিং অফিসার মো. শাহিন আকন্দ জানান, পোস্টারের সাইজ নির্ধারিত আকারের চেয়ে বড় হওয়ায় এবং আঠা দিয়ে পোস্টার দেয়ালে সাঁটানোর অভিযোগে ২৬নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মো. আব্দুল করিম (ঠেলাগাড়ি) ও মো. হান্নান মিয়া হান্নু এবং ৯নং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী খন্দকার নুরুন্নাহার ও সাবিহা বেগমকে জরিমানা করেছেন ভ্রামম্যাণ আদালত।

তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। আদালতটি পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জোবায়ের আলম।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।