ফতুল্লায় ট্রলারডুবিতে নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২৭ এপ্রিল ২০১৮

নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে কালবৈশাখী ঝড়ে ট্রলারডুবির ঘটনার দুইদিন পর নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ফতুল্লার বুড়িগঙ্গা নদীর পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- পটুয়াখালীর পাটুয়া গ্রামের আদেল পেয়াদার ছেলে ট্রলার চালক ইউনুছ (৩৫) ও নীলফামারীর ডোমার থানার আমবাড়িয়া গ্রামের মৃত কোমর উদ্দিনের ছেলে ট্রলারের যাত্রী সাবলুর রহমান (৪৫)।

পাগলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফরহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৫ এপ্রিল রাতে আকবরনগর আনন্দবাজার থেকে তিনজন যাত্রী নিয়ে ট্রলার চালক ইউনুছ ফতুল্লায় আসার পথে ধর্মগঞ্জ এলাকায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়েন। এ সময় ট্রলারটি ডুবে যায়। তখন দুইজন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ট্রলার চালকসহ দুইজন ডুবে যান। শুক্রবার সন্ধ্যায় ইউনুছের মরদেহ ধর্মগঞ্জ এলাকায় এবং সাবলুর রহমানের মরদেহ পানগাও এলাকায় নদীতে ভেসে উঠে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এরপর নিহতের পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করে নিয়ে যান।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।