লালমাই উপজেলার ৩ প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ২৭ এপ্রিল ২০১৮

কুমিল্লার নবগঠিত লালমাই উপজেলা পরিষদ পরিষদের প্রথম নির্বাচনে সকল প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে উপজেলা পরিষদের তিনটি পদেই কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় চেয়ারম্যান পদে আবদুল মালেক, ভাইস চেয়ারম্যান পদে মো. মিজানুর রহমান মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাম্মৎ রাবেয়া বেগমকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার খোরশেদ আলম। আগামী ১৫ মে লালমাই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল।

সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন করে নির্বাচন থেকে তার প্রার্থীতা প্রত্যাহার করলে আর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। এছাড়াও চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কেউ প্রার্থীই হননি। ফলে ওই তিনটি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ সমর্থিত তিনজন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে শুক্রবার বিকেলে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও লালমাই উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার খোরশেদ আলম জানান, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নামের তালিকা পাঠানো হয়েছে। কমিশন এ বিষয়ে পদক্ষেপ নেয়ার পর বিধি মোতাবেক নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হবে।

কামাল উদ্দিন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।