চুয়াডাঙ্গায় ৭ কোটি টাকার চোরাচালানি পণ্য উদ্ধার


প্রকাশিত: ০১:০৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৪

চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের জোয়ানরা ৭ কোটি ১৬ লাখ ১৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য উদ্ধার করেছে। সোমবার ভোর ৫টার দিকে বিজিবি সদস্যরা চোরাচালানি মালামাল ভর্তি একটি ট্রাককে জেলার জীবননগর সীমান্ত এলাকা থেকে ধাওয়া করে কুষ্টিয়ার একটি গ্রামে গিয়ে আটক করে।

উদ্ধার করা হয়েছে বিপুল পরিমান ভারতীয় শাড়ি, থ্রিপিস ও থান কাপড়। সোমবার বেলা ১২টায় চুয়াডাঙ্গার-৬ বিজিবি ব্যাটালিয়নের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল এস এম মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা রবিবার দিনগত গভীর রাতে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্ত এলাকা থেকে ফলো করে।

চোরাচালানকৃত মালামালসহ ট্রাকটি দ্রুতগতিতে ঝিনাইদহ জেলার দিকে পালিয়ে যায়। ট্রাকটি ঝিনাইদহ, নড়াইল, মাগুরা, ফরিদপুর, দৌলাতদিয়া ফেরিঘাট, রাজবাড়ি ও কুষ্টিয়া  জেলার বিভিন্ন হাইওয়ে ও অভ্যন্তরীণ সড়ক ব্যবহার করে আত্মগোপনে যাওয়ার চেষ্টা করে। পরে ট্রাকে থাকা চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়।
 
চুয়াডাঙ্গার বিজিবি-৬ এর পরিচালক আরো জানান, ট্রাকটি তল্লাশি করে ৭ হাজার ৭২২ টি ভারতীয় শাড়ী, ৪০৮ টি ভারতীয় থ্রি-পিস, ১১ হাজার ৭০০ মিটার ভারতীয় থান কাপড় (সার্টিং/সুটিং) উদ্ধার করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।