সবজি খেতের জালে ধরা পড়লো বনরুই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ২৬ এপ্রিল ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লোকালয়ে ধরা পড়েছে বিরল প্রজাতির বনরুই। বৃহস্পতিবার বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন এটিকে উদ্ধার করেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় শিমুল দেব বনরুইটিকে সবজি খেতের জালে আটকে থাকতে দেখেন। পরে সেটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে তার পরিচর্যা করেন।

bonruy2

বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। এলাকাবাসী আমাদের হাতে বনরুইটি তুলে দেন। প্রাণিটির পেছনের পা দুটিতে সামান্য সমস্যা হয়েছে। বনরুইটিকে চিকিৎসা শেষে লাউয়াছড়া বনে ছেড়ে দেয়া হবে বলে তিনি জানান।

বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব জাগো নিউজকে বলেন, বনরুই বর্তমানে খুবই বিরল প্রজাতির একটি প্রাণি। এটি এক ধরনের স্তন্যপায়ী সরীসৃপ বন্য প্রাণী। ইংরেজিতে বন্য প্রাণীটিকে চায়নিজ পেনগলিন (Chinese pangolin) বলা হয়।

রিপন দে/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।