গাজীপুরে শিশু হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ২৬ এপ্রিল ২০১৮
ছবি-প্রতীকী

গাজীপুরের মোঘরখাল এলাকার সাড়ে তিন বছরের শিশু সাদিয়া আক্তার হত্যা মামলায় ফারুক মোল্লা ( ৩১) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফারুখ রাজশাহীর বাঘা থানার কালিদাসখালি এলাকার ওয়াছিন মোল্লা ফকিরের ছেলে। তিনি গাজীপুরে গার্মেন্টসে চাকুরির সুবাদে মোগরখাল এলাকার ফজলু মিয়ার বাড়িতে ভাড়া থাকত। আসামি ফারুক মোল্লা পলাতক রয়েছে।

মামলার অভিযোগ, ফারুক মোল্লা মোঘরখাল এলাকার শাহজাহান সাজুর বাসায় ভাড়া থেকে কারখানায় চাকুরি করত। বনিবনা না হওয়ায় এক পর্যায়ে শাহজাহান তাকে (ফারুক মোল্লা) বাড়ি থেকে বের করে দেয়। পরে সে একই এলাকার ফজলু মিয়ার বাড়িতে ভাড়া ওঠে। বিভিন্ন সময় ফারুক মোল্লা মোবাইল ফোনে শাহজাহানের পরিবারকে হুমকি দিত। ২০১২ সালের ১৯ অক্টোবর রাতে শাহজাহানের বাড়িতে ঢুকে ছুরি দিয়ে শাহজাহানের মেয়ে সাদিয়া আক্তারকে পিঠে দুইটি আঘাত করে পালিয়ে যায়। পরে স্বজনরা সাদিয়াকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহতের মা দুলালী বেগম বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন।

মো.আমিনুল ইসলাম/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।