হিজলায় সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ১২:০৯ এএম, ২৬ এপ্রিল ২০১৮

বরিশালের হিজলা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সেতু মিয়া (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী মারাত্মক আহত হয়েছেন।

বুধবার রাত সোয়া ৮টার দিকে হিজলা উপজেলার মীরাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেতু মিয়া মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ভাঙ্গা কাদিরাবাদ গ্রামের সাইফুল ইসলাম মনির মিয়ার ছেলে। সেতু মুলাদী কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

আহতরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার হান্নান বিশ্বাসের ছেলে মো. নাইম, বাদল মিয়ার ছেলে রেদোয়ান এবং মনির মিয়ার ছেলৈ সাদিম।

দুর্ঘটনায় নিহত সেতু মিয়ার খালু সাইফুল ইসলাম বেপারী জানান, কয়েক দিন আগে সেতুর বাবা তাকে একটি মোটরসাইকেল কিনে দেন। বুধবার সকালে পরীক্ষা দিয়ে বিকেলে বন্ধুদের নিয়ে সেতু হিজলা টেক এলাকায় ঘুরতে যনে। সেতুসহ চারজন রাতে ফেরার পথে হিজলা-মুলাদী সড়কের মীরাবাড়ি এলাকায় পৌঁছলে ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেল উল্টে যায়। এতে মোটরসাইকেলে থাকা সেতু মিয়া, মো. নাইম, রেদোয়ান এবং সাদিম মারাত্মক আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেতুকে মৃত ঘোষণা করেন এবং নাইম ও সাদিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাকসুদুর রহমান মোটরসাইকেল দুর্ঘটনায় সেতু মিয়ার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইফ আমীন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।