আমেরিকায় থাকা বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১০:০০ পিএম, ২৪ এপ্রিল ২০১৮

আমেরিকায় অবস্থান করার পরও একটি নাশকতা মামলায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সেক্রেটারি এটিএম কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালে নারায়ণগঞ্জে হরতালের ভাঙচুরের ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় মঙ্গলবার আদালতে চার্জ গঠনের শুনানির দিন ধার্য ছিল।

কিন্তু আদালতে এটিএম কামাল উপস্থিত ছিলেন না। এটিএম কামালের আইনজীবী সময় আবেদন করলেও তা খারিজ করে দিয়ে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন।

এটিএম কামালের পরিবার দাবি করেন, এটিএম কামাল চিকিৎসার জন্য গত ৮ এপ্রিল আমেরিকায় যান। চিকিৎসা শেষে তিনি দেশে ফিরে আসবেন। আর এটিএম কামালের আইনজীবী আদালতের কাছে সময় আবেদন করলেও আমলে না নিয়ে আদালত খারিজ করে ওয়ারেন্ট জারি করেছেন।

মো: শাহাদাত হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।