টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ২৪ এপ্রিল ২০১৮

কক্সবাজারের টেকনাফ থানার পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে টেকনাফ নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ডাকাত জায়েদ আলম (৩০) নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এমআরসি নং- ৬০১৭৭ ধারি উলা মিয়া ওরফে গুরা মিয়ার ছেলে।

টেকনাফ মডেল থানা পুলিশের ওসি রণজিত বড়ুয়া বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। অাটকের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে নয়াপড়া শরনার্থী ক্যাম্পের পাশে ই বি সি ব্রিক ফিল্ডে অস্ত্র গুলি রেখেছে মর্মে স্বীকারোক্তি দেয়। এরপর সেখান থেকে পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে ব্রিক ফিল্ডের উত্তর-পশ্চিম কোনে ইটের নিচ থেকে জায়েদ আলমের দেখানো ও বের করে দেয়া মতে ২ রাউন্ড গুলি ভর্তি ২টি সচল এলজি উদ্ধার করা হয়।

ওসি রনজিত কুমার বড়ুয়া আরও জানান, জিজ্ঞাসাবাদে ডাকাত জায়েদ আলম জানায় ডাকাতি করার উদ্দেশ্যে উল্লেখিত অস্ত্র গুলি সেখানে লুকিয়ে রেখেছিল। ধৃত ডাকাত জায়েদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি প্রস্তুতি মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

সায়ীদ আলমগীর/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।