ফেনীর সাবেক এমপি তালেব আলী গুরুতর অসুস্থ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৭:২৪ পিএম, ২৩ এপ্রিল ২০১৮

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ফেনী-৩ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এবিএম তালেব আলী (৮৯) গুরুতর অসুস্থ। গতকাল রোববার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

অসুস্থ তালেব আলীর স্বজনরা জানায়, এবিএম তালেব আলী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান রোগে ভুগছেন। তার অবস্থার অবনতি হলে প্রথমে তাকে ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে পরে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

তিনি ফেনী-৩ আসন থেকে পর পর তিনবার ১৯৭০ সাল, ১৯৭৩ সাল ও ১৯৭৯ সালে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন’র (বিএমএ) ফেনী জেলা সভাপতি ডা. সাহেদুল ইসলাম কাওসার জানান, তার অবস্থা সংকটাপন্ন। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

রাশেদুল হাসান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।