ইয়াবাসহ গ্রেফতার নারী ক্রিকেটার রিমান্ডে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ২৩ এপ্রিল ২০১৮

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার নারী ক্রিকেটার নাজবীন খান মুক্তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ইয়াবা উদ্ধারের বিষয়ে নারী ক্রিকেটার মুক্তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম আল-ইমরান খান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

jagonews24

মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, রোববার ভোর ৫টায় ওই নারী ক্রিকেটারকে গ্রেফতার করা হয়। মুক্তা ময়মনসিংহের ত্রিশাল মঠবাড়ি এলাকার আবুল খায়ের কাজলের মেয়ে। মুক্তা ঢাকা প্রিমিয়ার লিগে আনসার দলের নিয়মিত ক্রিকেটার।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সম্মান শ্রেণিতে ভর্তি হলেও অনিয়মিত হওয়ায় ভর্তি বাতিল হয়।

jagonews24

বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, কক্সবাজার থেকে গ্রীনলাইন পরিবহনের এসি বাসে ঢাকা যাচ্ছিলেন নারী ক্রিকেটার মুক্তা। শাহ আমানত সেতুর গোলচত্বর এলাকায় তাকে তল্লাশি করে ১৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কক্সবাজারের নাহিদ নামের একজনের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় তার সহযোগী রিপনকে সরবরাহ করার কথা মুক্তা স্বীকার করেছেন।

জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।